রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

0 চ্যালেঞ্জ! বিড়ালটিকে ভাইব্রেট করান| Make the cat purr

এই পর্যন্ত আমরা যা শিখলাম বা যেভাবে অগ্রসর হলামঃ
           ৮. ইমুলেটর (Emulator) সেট আপ করন। (ফোন এর পরিবর্তে ব্যাবহারের জন্য)

এটি হচ্ছে আপনার প্রথম অ্যাপ তৈরি করার শেষ টিউন। এটি না করলেও আপনার প্রথম অ্যাপ কিন্তু তৈরি। অর্থাৎ আপনি এখন App Inventor এর বেসিক ব্যাবহার জানেন।

আপনি কিন্তু অলরেডি আপনার জীবনের প্রথম এন্ড্রয়েড অ্যাপ তৈরি করে ফেলেছেন। এবার আমরা তৈরিকৃত অ্যাপ টি তে আরও প্রোগ্রামিং করবো যার ফলে আপনি যখন আপনার ফোন শেক করবেন তখন তখন এটি Vibrate হবে। অর্থাৎ বিড়ালের ছবিটি কাপবে।

ব্লক এডিটর এ যান এবং Sound1 ড্রয়ারটি খুলুন। এখান থেকে Sound1.Vibrate ব্লক টি টেনে নিয়ে আসুন এবং ঠিক Sound1.Play ব্লক এর নিচে স্থাপন করুন। আপনি সাথে সাথে Block গুলোর উপরে বামকোনায় একটা হলুদ রঙের Warning দেখতে পাবেন। এটা দ্বারা বুজান হয় যে আপনার ব্লক সেট এ কোন component মিসিং আছে। খেয়াল করুন আপনার টেনে আনা Sound1.Vibrate ব্লক এ একটা খোলা স্লট আছে। অর্থাৎ আপনি এই খোলা মুখে কিছু একটা দিতে হবে।

এখানে খেয়াল করলে বুজতে পারবেন যে এটি চাইছে যে আপনার Sound1.Vibrate block-টি কত মিলিসেকেন্ড কাজ করবে। এভাবেই এই জাতিও খোলা মুখ গুলো তে নির্দিষ্ট করে দিতে হবে যে ওই ব্লক টি কিভাবে কাজ করবে বা কতক্ষন কাজ করবে বা এ জাতিও কোন Specification. আপনি যদি ফোনটি আধা সেকেন্ড এর জন্য Vibrate করাতে চান তাহলে আপনি এখানে একটা Number ব্লক দিতে হবে যার মান দিতে হবে ৫০০ মিলিসেকেন্ড।

এর জন্য Built-In Palette এর ভেতর Math drawer এ যান এবং একটা Number ব্লক টেনে এনে Sound1.Vibrate এর খলে সকেট এ যুক্ত করুন।





এটি স্থাপন করার পর এর '123' এরিয়া তে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে ৫০০ নির্ধারণ করে দিন।

এবার খেয়াল করুন যে সেই হলুদ রঙের Warning আর নেই। অর্থাৎ ব্লক সেট টিতে আর কোন মিসিং কম্পনেন্ট নেই।

এবার ফোনে বিড়ালের ছবির উপর ক্লিক করুন। দেখবেন বিড়ালের মিয়াও বলার সাথে সাথে ফোন Vibrate হচ্ছে।

আর এখানেই আমাদের প্রথম টিউটোরিয়াল পেক শেষ হল। আরও টিউটোরিয়াল এর জন্য পরবর্তীতে আমাদের সঙ্গে থাকুন। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Android Application Development with App Inventor Copyright © 2011 - |- Template created by Tech Help - |- Powered by Tech Help