আপনি যদি অ্যাপ ইনভেন্টর এর করা কাজ আপনার ফোনে সরাসরি টেস্ট করতে চান কেবল তাহলেই এই পোস্ট টি আপনার জন্য প্রয়োজনীয়। নতুবা এই পোস্ট টি স্কিপ করে যান। অর্থাৎ আপনি যদি আপনার কাজ Emulator এ টেস্ট করতে চান তাহলে আপনার ফোন সেট আপ এর কোন প্রয়োজন নেই।
যদি পরে না থাকেন তাহলে আগে পূর্বের পোস্ট গুলো পরে নিন, নাহলে আপনারই বুজতে সমস্যা হবে। পূর্বের পোস্ট গুলোর লিঙ্কঃ
এই পোস্ট টি সম্পন্ন করলে আপনি আপনার এন্ড্রয়েড ফোন টি অ্যাপ ইনভেন্টর (App Inventor) এর সাথে ব্যাবহার করতে পারবেন এবং আপনার প্রতিটি পদে পদে এটি অ্যাপ এর output শো করবে। প্রথমেই আপনার ফোনের USB cable দ্বারা ফোনটি কম্পিউটার এর সাথে সংযুক্ত করে নিন। আপনি তারপর আপনার ড্রাইভার সফটওয়্যার টি ইন্সটল করতে হবে (যদি করা না থাকে এবং App Inventor Installer package এর সাথে না থাকে)।
আপনি যেই মডেল ই ইউস করেন না কেন আপনার সেট এ অবশ্যই SD card থাকতে হবে।
এবার আপনার ফোন টি যে অ্যাপ ইনভেন্টর এর সাথে যুক্ত হতে তৈরি তা নিশ্চিত করার জন্য নিজের ধাপ অনুসরন করুনঃ
১. আপনার ফোন এর home screen এ যাওয়ার জন্য Home button চাপুন।
২. 'Menu' তে চাপুন তারপর 'Setting' এবং সবশেষে 'Application' এ চাপুন।
৩. যদি এখানে Unknown sources নামে কোন কিছু থাকে তাহলে দেখুন এটি চেক করা আছে কিনা।
৪. এবার 'Development' এ যান।
৫. দেখুন USB Debugging এবং Stay Awake চেক করা আছে কিনা।
যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনার ফোন এখন কাজ করার উপযোগী।
আপনার ফোনে যদি কিলক করা থাকে তাহলে আনলক করুন । আপনার ফোন USB cable দ্বারা পিসি এর সাথে কানেক্ট হওয়া মাত্র আপনার ফোনে ২ টি নোটিফিকেশান দেখাবে-
* USB Connected মানে আপনার ফোন আপনার কম্পিউটার এ কানেক্ট হয়েছে।
* USB Debugging Connected মানে App Inventor আপনার কম্পিউটার থেকে আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবে।
Note: ১. যদি আপনার ফোনটি Nexus One বা Nexus S হয় তাহলে আপনি Turn on USB Storage এই নোটিফিকেশান দেখবেন। আপনি এই বাটনে ক্লিক করবেন না। আর যদি করে থাকেন তাহলে আপনি এটিকে আবার Turn USB storage off করে দিন।
২. আপনার ফোন যদি Droid X হয় তাহলে নিচের বাড়তি ধাপ গুলো অনুসরন করবেন-
১. ফোনের স্ক্রীন এর উপরের দিকের নোটিফিকেশান পেনাল ওপেন করুন।
২. USB Connected এ ক্লিক করুন।
৩. Charge Only তে ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন