সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

0 'অ্যাপ ইনভেন্টর' কী | What is 'App Inventor'

যদি পরে না থাকেন তাহলে আগে পূর্ববর্তী পোস্ট পরে নিনঃ
             * কিভাবে শুরু করবেন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট | How to start with Android Application Development.

App Inventor হচ্ছে এমন এক প্লাটফর্ম যার সাহায্যে আপনি একটা ওয়েব ব্রাউজার এবং একটা এন্ড্রয়েড ফোন অথবা ইমুলেটর (Emulator) দিয়ে এন্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ্লিকেশান ডিজাইন করতে পারবেন। App Inventor তাদের server এ আপনার পূর্ববর্তী  কাজ জমা রাখে।
App Inventor এর পুর ইউনিট দুটো ভাগে বিভক্ত।
          ১. App Inventor Designer.
          ২. App Inventor Blocks Editor.

* App Inventor Designer এ আপনি আপনার অ্যাপ্লিকেশান এর components সিলেক্ট করবেন এবং
* App Inventor Block Editor দিয়ে আপনি আপনি বলে দেবেন যে আপনার components গুলো কোন ইভেন্ট এ কি কাজ করবে। এখানে আপনার কোন Coding এর প্রয়োজন হবে না। আপনি খালি ব্লক গুলোকে puzzle এর মত একটির সাথে আরেকটি মিলাবেন।

আপনি যেভাবে ব্লক বা খণ্ডগুলো মিলাবেন আপনার কানেক্টেড ফোন বা ইমুলেটরে সেভাবেই অ্যাপ টি প্রদর্শিত হবে। আর তাই আপনি তৈরি করতে করতেই আপনার অ্যাপ টেস্ট করতে পারবেন। যখন আপনি পুরো অ্যাপ টি তৈরি করে ফেলবেন তখন আপনি আপনার অ্যাপ টি প্যাকেট করে কম্পিউটারে সংরক্ষন এবং ফোনে Install করতে পারবেন।
যদি আপনার কোন এন্ড্রয়েড ফোন না থাকে তাহলে কি আপনি অ্যাপ তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য তো Emulator আছেই। যেখানে আপনি একটা virtual ফোন এ আপনার অ্যাপ টি রান করাতে পারবেন এবং টেস্ট করতে পারবেন। এটি একটি বাস্তব এন্ড্রয়েড ফোনের মত আচরন করে। 
App Inventor development environment Mac OS X, GNU/Linux, and Windows operating systems সহ অনেক পপুলার এন্ড্রয়েড ফোন মডেলে সাপোর্ট করে। অ্যাপ ইনভেন্টর দিয়ে বানানো অ্যাপ সব এন্ড্রয়েড ফোনেই ইন্সটল করা যায়। (System Requirements দেখুন)

App Inventor ব্যাবহার করার আগে আপনার কম্পিউটার সেট আপ করে নিতে হবে এবং App Inventor Setup package ইন্সটল করে নিতে হবে।

তার জন্য পরবর্তী পোস্টঃ
 অ্যাপ ইনভেন্টর ব্যাবহার করতে কী কী লাগবে | System requirement for App Inventor.
 অ্যাপ ইনভেন্টর কিভাবে সেট আপ করবেন | App Inventor setup.





0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Android Application Development with App Inventor Copyright © 2011 - |- Template created by Tech Help - |- Powered by Tech Help