যদি পরে না থাকেন তাহলে আগে পূর্ববর্তী পোস্ট গুলো পরে নিনঃ
* কিভাবে শুরু করবেন এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট | How to start with Android Application Development.
App Inventor ব্যাবহার করার জন্য আপনার কম্পিউটার এর যে সকল বিষয় থাকতে হবেঃ
কম্পিউটার এর অপারেটিং সিস্টেম হতে হবেঃ
* Macintosh (with Intel processor): Mac OS X 10.5, 10.6
* Windows: Windows XP, Windows Vista, Windows 7
* GNU/Linux: Ubuntu 8+, Debian 5+
এদের যেকোনো একটি অপারেটিং সিস্টেম।
ব্রাউজার হিসেবে থাকতে হবেঃ
* Mozilla Firefox 3.6 or higher
* Apple Safari 5.0 or higher
* Google Chrome 4.0 or high বা
* Microsoft Internet Explorer 7 or higher.
ফোনঃ
App Inventor দিয়ে বানানো অ্যাপ যেকোনো এন্ড্রয়েড ফোনে রান করানো যাবে। কিন্তু ডেভেলপমেন্ট এনভাইরন্মেন্ট এবং সেট আপ সফটওয়্যার নিম্নোক্ত ফোন গুলোকে বেশি সাপোর্ট করে । অন্য কোন ডিভাইস এর ক্ষেত্রে যারা এর হার্ডওয়্যার তৈরি করেছে তাদের দেওয়া ড্রাইভার সফটওয়্যার প্রয়োজন হবে। যেমন আপনি যদি সিম্ফনি এর এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে থাকেন তাহলে তাদের ফোনের সাথে দেওয়া ড্রাইভার সফটওয়্যার আপনার পিসি তে সেট আপ দিয়ে নিতে হবে।
* Google: Nexus S, Nexus One, ADP1, ADP2, Ion
* T-Mobile: G1*, myTouch 3G*
* Motorola: Droid* অথবা একই হার্ডওয়্যার এর অন্য ফোন।
যেই ফোন ই আপনি ব্যাবহার করেন না কেন আপনার ফোন এ SD Card থাকতে হবে, না হলে এটা App Inventor এর সাথে কাজ করবে না।
অ্যাপ ইনভেন্টর আরও অনেক মডেলের এন্ড্রয়েড ফোনের সাথে কাজ করে। এদের মধ্যে ডেল, সেমসাং এবং HTC অন্যতম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হার্ডওয়্যার তৈরি কারি দের দেওয়া ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করতে হবে।
পরবর্তী পোস্টঃ অ্যাপ ইনভেন্টর কিভাবে সেট আপ করবেন | App Inventor Setup.
পরবর্তী পোস্টঃ অ্যাপ ইনভেন্টর কিভাবে সেট আপ করবেন | App Inventor Setup.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন