শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

0 আপনার তৈরি করা অ্যাপ টি পেকেজ করুন | Packaging your Application

যে যে ধাপগুলো সম্পন্ন করে আপনাকে এই ধাপ এ আসতে হল-

আপনি যদি ফোন ব্যাবহার করে থাকেন তাহলে অ্যাপ টি আপনার ফোনে রানিং আছে। কিন্তু এটি ততক্ষন রান থাকবে যতক্ষণ আপনার ফোন অ্যাপ ইনভেন্টর এর সাথে কানেক্টেড আছে। আপনি যদি ফোনটি খুলে ফেলেন বা disconnect করেন তাহলে অ্যাপ টি হারিয়ে যাবে। পুনরায় ফোন কানেক্ট করলে আপনি এটি দেখতে পাবেন। এবার আপনি যদি আপনার তৈরি করা অ্যাপ টি আপনার ফোন এ ইন্সটল করতে চান যাতে অন্য সব সাধারন অ্যাপ এর মত ফোন থেকে এটি ব্যাবহার করবেন তাহলে আপনাকে এটি "Package" করতে হবে এবং এটা একটা .apk অ্যাপ্লিকেশান ফাইল আকারে রুপান্তরিত হবে। যা আপনি আপনার ফোনে ইন্সটল করতে পারবেন এবং অন্য এন্ড্রয়েড ফোনে ইন্সটল করার জন্য পিসি তে রেখে দিতে পারবেন।

আপনার অ্যাপ টি সরাসরি ফোনে Package করার জন্য আপনার ফোনটি পিসি তে কানেক্ট করুন এবং নিশ্চিত করুন যে Block Editor এ ফোন আইকন টির রঙ সবুজ আছে।

এবার Designer Window তে যান এবং উপরের ডানদিকে থাকা 'Package for Phone' এ ক্লিক করুন। অ্যাপ ইনভেন্টর আপনাকে পেকেজিং এর ৩ টি অপশন দেখাবে।

আপনি 'Download to this Computer' অপশন ব্যাবহার করে অ্যাপ টি আপনার কম্পিউটার এ ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে আপনার ইচ্ছে মত অন্য সব অ্যাপ এর মত শেয়ার করতে পারবেন এবং Android ADB program ব্যাবহার করে মেনুয়ালি কোন ফোনে ইন্সটল দিতে পারবেন।
আপনি চাইলে অ্যাপ টির একটি বারকোড জেনারেট করতে পারবেন যার ফলে পরবর্তীতে ZXing barcode scanner এর মত বারকোড রিডার ব্যাবহার করে আপনি অ্যাপ টি আপনার ফোনে সেট আপ দিতে পারবেন।

Note: এই বারকোড টি শুধু আপনার ফোনে কাজ করবে। আপনি যদি বারকোড এর মাধ্যমে আপনার অ্যাপ টি অন্যদের সাথে শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে এটি পিসি তে ডাউনলোড করে তারপর একটা থার্ড পার্টি সফটওয়্যার দ্বারা বারকোডে রুপান্তরিত করে নিতে হবে। এভারে আরও তথ্য পেতে এখানে জেতে পারেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Android Application Development with App Inventor Copyright © 2011 - |- Template created by Tech Help - |- Powered by Tech Help