শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

0 ইমুলেটর সেট আপ করন | Setting up Emulator

আপনি যদি প্রথমবারের মত ইমুলেটর ব্যাবহার কারি হয়ে থাকেন তাহলে নিচের ধাপগুলো অনুসরন করুন-

১. Block Editor ওপেন না থাকলে ওপেন করুন এবং Block Editor উইন্ডো-এর উপরের দিকে 'New emulator' বাটন-এ ক্লিক করুন।

২. আপনি একটা নোটিশ দেখতে পাবেন যাতে বলা হচ্ছে যে ইমুলেটর ওপেন হচ্ছে। ধৈর্য ধরুন, ইমুলেটর পুরোপুরি ওপেন হতে কয়েক মিনিট সময় লাগবে।

৩. সর্বপ্রথম ইমুলেটর টি একটি কালো খালি স্ক্রীন শো করবে(1)। যতক্ষণ পর্যন্ত ইমুলেটরে একটা কালার ফুল ব্যাকগ্রাউন্ড(2) না আসে অপেক্ষা করুন। ব্যাকগ্রাউন্ড কালারফুল হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত এটি এর SD Card প্রিপায়ার না করে ততক্ষন অপেক্ষা করুন। SD card টি তৈরি হলে ইমুলেটর স্ক্রীন এর একেবারে উপরে আপনি নোটিস করবেন। এবার ইমুলেটর ফোনটি আনলক করার জন্য এর সবুজ রঙের তালাটিকে টেনে একেবারে ডানে নিয়ে আসুন(3)।

৪. ইমুলেটরটি ফোনের মত কাজ করবে। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে। আপনি আপনার ফোনের মত ইমুলেটরটি Shake করতে পারবেন না। ইমুলেটর আনলক করার পর Block Editor থেকে 'Connect the Device...' এ ক্লিক করে emulator টির নামের উপর ক্লিক করুন। যখন পাশের ফোন আইকনটি নড়াচড়া বন্ধ করে সবুজ হয়ে যাবে, তখন বুজবেন, ইমুলেটর কানেক্টেড হয়েছে।

এবং আপনার অ্যাপ টেস্ট করার জন্য ইমুলেটর সেট আপ সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Android Application Development with App Inventor Copyright © 2011 - |- Template created by Tech Help - |- Powered by Tech Help