আমি ধরে নিচ্ছি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা নেই কিভাবে আপনি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডিজাইন বা ডেভেলপমেন্ট শুরু করবেন। আর তাই আমি আপনাকে সঠিক এবং পূর্ণ ধারনা দিয়ে শুরু করতে চাই।
আপনি যদি Java Programming শিখেন এবং তারপর Apps design শুরু করতে চান, তাহলে আমি বলব আপনি যেকোনো দিকে জেতে পারবেন। যেকোনো দিকে বলতে আমি বুজাচ্ছি যে আপনি চাইলে পরবর্তীতে iPhone, Android কিংবা Windows Phone অথবা অন্য যেকোনো Platform.
আর যদি আপনি এমনিতেই চান যে আমি coding গুরু হব তাহলে তো আরা কথা নেই। HTML থেকে শুরু করুন আর চলে যান ASP, PHP সহ অনন্য Web programming এর দিকে। তারপর আপনি শুরু করতে পারেন Java কিংবা Python দিয়ে। আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বেসিক ধরে ফেলবেন তখন আপনার বুদ্ধি ই আপনাকে পথ দেখাবে যে কোন দিকে আপনি যাবেন।
কিন্তু আপনি যদি নিচক Android Application Develop করা শিখতে চান আর এটাকেই পেশা হিসেবে নিতে চান তাহলে আমি বলব দিনের পর দিন কষ্ট করে বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার কোন প্রয়োজন নেই। MIT আপনার জন্য নিয়ে এসেছে এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি কোন প্রকার প্রোগ্রামিং জ্ঞান ছাড়া তৈরি করতে পারবেন Android Application. আর এটি এমন এক প্লাটফর্ম যেখানে সহজ সাজানো গোছানো ভিজুয়াল Element drag and drop এর মাধ্যমে আপনি মাত্র ১ ঘণ্টায় কোন প্রকার Coding অভিজ্ঞতা ছাড়াই তৈরি করতে পারবেন আপনার জীবনের প্রথম এন্ডয়েড অ্যাপ্লিকেশান।
এই প্লাটফর্ম টির নাম App Inventor.
তো কি প্রমানিত হল? আপনি যদি সুধুমাত্র অথবা আপাতত আপনার ক্যারিয়ার হিসেবে এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপ কে নিতে চান তাহলে আপনার প্রয়োজন নেই অযথা এতো এতো Code শেখা। আর আমার এই ব্লগে আমি আপাদের App Inventor ব্যাবহার করে কিভাবে Application ডিজাইন করবেন তা ধাপে ধাপে শিখানোর চেষ্টা করব। এখানকার Tutorial গুলো মুলত MIT এর দেওয়া টিউটোরিয়াল এর বঙ্গানুবাদ।
তো চলুন শুরু করা যাক। আমার পরবর্তী পোস্ট গুলো Older থেকে Newer এর দিকে পরে আসবেন।
পরবর্তী পোস্টঃ 'অ্যাপ ইনভেন্টর' কী | What is 'App Inventor'
thanks
উত্তরমুছুন